July 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান। মঙ্গলবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়।

এদিন খুব ভোরে প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পান। তারাই খবর দেন দমকলে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা আটটি দোকান। জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধিক টাকা।

পুড়ে যাওয়া দোকান‌গুলো‌র মধ্যে মুদিখানা, স্টেশনারি, সেলুন ও দুটো গাড়ির পার্টসের দোকান‌ও ছিল।

স্থানীয় বাসিন্দাদের অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।