June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

বালুরঘাট তহ বাজারে থলে হাতে বাজার করতে এলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী

বুধবার সকালে বালুরঘাট তহ বাজারে থলে হাতে বাজার করতে এলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। তিনি এদিন সকালবেলা দলীয় কর্মীর মোটরবাইকে করে বাড়ি থেকে বাজারে আসেন। বাজারে এসে প্রথমে তিনি সবজি ও মাছ বাজার করেন। মাছ খেতে ভালোবাসেন তাই দুই রকমের মাছ কিনেছেন৷ যদিও স্ত্রী মাছ বেশি কিনতে বারণ করেছেন বলেও প্রার্থী জানান। আগামী দিনে সময় পেলে বাজার করতে আসবেন বলে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এনিয়ে কটাক্ষ করা হয়েছে। জেলা তৃণমূলের কো-অডিনেটর সুভাষ চাকি জানান, কেউ বাড়ি ভাড়া নিয়ে বাজার করতে এলে পরে ভূমিপুত্র হয়ে যায় না। বালুরঘাটের বিজেপি প্রার্থী বহিরাগত ছিলেন এবং এখনো বহিরাগতই আছেন। এদিন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকরাও বালুরঘাট তহ বাজারে আসেন।