
সংগীতশিল্পী অরিজিৎ সিং এর সঙ্গে সালমান খানের যে সম্পর্কের পাঁচিল তৈরি হয়েছিল তাই এবার নিজেই ভাঙলেন বলিউড ভাইজান | বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই প্যাচ আপের ঘটনা এবার সোশ্যাল মিডিয়ায় ভাইজান নিজেই জানালেন |
সম্প্রতি মুক্তি পেতে চলেছে সলমানের টাইগার-৩। সেই ছবির একটি গান গেয়েছেন অরিজিৎ। গানটি শীঘ্রই মুক্তি পাবে, যার প্রথম ঝলক শেয়ার করেছেন অভিনেতা নিজেই । সলমান খান ইনস্টাগ্রামে গানটির একটি ছবি শেয়ার করেন। ছবিতে সলমান এবং ক্যাটরিনাকে রসায়ন আরও একবার অনুরাগীদের সামনে এল।
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’