
গত কুড়ি দিন ধরে তিনি পোস্ট করেছেন শূন্যতা! টানা ‘ব্ল্যাঙ্ক পোস্ট’ করার পর রবিবার সকালে মৌন অবস্থান থেকে বেরিয়ে এসে পহেলগাঁও জঙ্গি হামলা এবং অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন অমিতাভ বচ্চন। নিজের সুপারহিট ছবি ‘অগ্নিপথ’ ছবির বিখ্যাত সংলাপ তুলে ধরলেন বিগ বি।
হিন্দিতে লেখা ওই দীর্ঘ পোস্টে অমিতাভ উল্লেখ করেছেন পহেলগাঁওয়ের ভয়ংকর ঘটনার কথা। এবং তা কীভাবে অপারেশন সিঁদুরের জন্ম দিল সেকথাও লেখেন। আর তারপর তুলে ধরেছেন তাঁর বাবা কবি হরিবংশ রায় বচ্চনের লেখা পঙক্তি। ওই পঙক্তি ‘অগ্নিপথ’ ছবিতেও ব্যবহৃত হয়েছিল। আর তা হল ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’
More Stories
মুম্বইয়ের সেলেব পাড়ায় রণবীর-আলিয়ার স্বপ্নের সাধের বাংলো তৈরি
আসছে রক্তবীজ টু
মুক্তির প্রাক্কালে রাজ্যসভায় প্রদর্শিত হওয়ার সুবাদে নতুন মাইলফলক গড়েছিল ‘আমার বস’