![](https://tvbangla.co.in/wp-content/uploads/2021/05/IMG-20210524-WA0041.jpg)
মালদাঃ-ইয়াভা ট্যাবলেট পাচারের পথে গ্রেফতার এক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০০০পিস ইয়াভা ট্যাবলেট উদ্ধর হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতর নাম সাদিকুল শেখ(৫৫)। বাড়ি কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মিলিক সুলতানপুর এলাকায় অভিযান চালিয় সেই সময় দেখতে পায় ধূত ব্যাক্তি ঘোরাঘুরি করছে। এরপরই তাকে আটক করে তল্লাশী চালালে তার কাছ থেকে উদ্ধার হয় প্যাকেট ভর্তি ৪০০০পিস ট্যাবলেট। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী