তেজসের নির্মাণ খতিয়ে দেখতে বেঙ্গালুরু গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | বেঙ্গালুরুতে হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের দপ্তর এগিয়েছিলেন তিনি | আর সেখানে যুদ্ধ বিমানে ৪৫ মিনিট ঘুরলেন তিনি | ওই যুদ্ধবিমান এ প্রায় ৪৫ মিনিট হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে | সেদিন প্রধানমন্ত্রী হ্যালের নির্মাণ বিভাগের কাজ খতিয়ে দেখবেন আগে জানা গিয়েছিল |
এরপর তিনি নিজের এক্স হ্যান্ডেল এ লিখেছেন, তেজসে চলার অভিজ্ঞতার কথা | তিনি লিখেছেন¿
, “ছোট্ট একটা উড়ান সম্পন্ন করলাম তেজসে | অবিশ্বাস্য অভিজ্ঞতা সমৃদ্ধ হলাম | আমাদের দেশীয় নির্মাণ দক্ষতার প্রতি আমার আস্থা বাড়ল এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব ও আশা অনুভব করলাম” |

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি