September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

ফের রাজ পরিমনির সম্পর্কে নতুন করে চির

ফের রাজ পরিমনির সম্পর্কে নতুন করে চির | এবার রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমনি | আর এই খবর সোশ্যাল মিডিয়া আছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল | মঙ্গলবার পরীর একটি পোস্ট ও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে বাড়তে থাকে প্রশ্ন ।

আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং পরিমনি | প্রসঙ্গত, পরিমনি তার একটি পুরনো পোস্ট শেয়ার করে লেখেন, “নিশ্চয়ই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকের | সেইবার ও রাজ পাঁচদিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিল | তারপর এইসব ঘটনা সে পুনরাবৃত্তি করছে বারংবার । সরি বলেছেন বারবার | এমনকি সুইসাইডের মতো হুমকি ও ব্ল্যাকমেইলের শিকার হতে হচ্ছে আমাকে | আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পরিবারিক সম্পর্ক চেয়েছিলাম | কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে চাইনি” | সোশ্যাল মিডিয়ায় এমনই বিস্ফোরক মন্তব্য করেন পরীমনি |