প্রেমের সম্পর্কে সোহিনী সরকার ও রনজয় বিষ্ণু | সম্পর্কে আসার পর থেকে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের | এরপর গত বছর হঠাৎই মধ্যরাতে তাদের প্রেম ভাঙ্গার ইঙ্গিত পাওয়া যায় সোহিনী সরকারের পোস্টে | সেই খবরে সরগরম হয়ে ওঠে নেট পাড়া |
এরপর এ বছর শুরুতেই ফের কাছাকাছি আসেন সোহিনী ও রণজয় | তবে জানা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন রনজয় | গত বছর ইনস্টাগ্রাম স্টোরিতে সোহিনী সরকার লিখেন, “আমি সিঙ্গেল এবং এই একলা থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি” । এর থেকেই শুরু হয় টলিপাড়ার গুঞ্জন | সম্পর্কে হয়তো ভাঙ্গন ধরেছে সোহিনী ও রনজয় এর মধ্যে | মার্চ মাসের জন্মদিন একসঙ্গে কাটান তারা | জন্মদিনে রনজয় বলেন, “সোহিনিতে রয়েছে সব সময় | তবে আমাদের প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাই না | সোহিনী থেকে বিশেষ উপহারও পেয়েছি | সেটা না হয় আড়ালেই থাকুক” |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী