বেশ কিছুদিন ধরে হাসপাতাল বাড়ি ছোটাছুটি করছেন পরীমনি | শিশুপুত্রের অসুস্থতার জেরে ঘুম উড়েছে মায়ের | প্রায় ১০৩ ডিগ্রি জ্বরে কাবু হয়েছে ছোট্ট রাজ্য | আর রাজ্যকে নিয়েই গত কয়েকদিন ধরে ছোটাছুটি করে চলেছেন পরিমনি |
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই ছেলের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল পরীমনিকে | ফুটবলের থিমে পালন হয় জন্মদিন | এরপরই আজমকাই অসুস্থ হয়ে পড়ে রাজ্য | ১০৩ জ্বরে কাবু হয় ছোট্ট 11 মাসের ছেলে রাজ্য | তবে ছেলের অসুস্থতার কারণ নিয়ে পরীমনিকে কটাক্ষ করেছেন নেটিজেনরা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী