
সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও | বারান্দায় ঝলমলে আলো । সেখানে দেখা যাচ্ছে আলোর রোশনায় সেজে উঠেছে পরিণীতির বাড়ি । বাগদান বিয়ের গুঞ্জনের মাঝে পরিনিতির বাড়ি আলোয় সেজে উঠল । তবে আরো শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া উড়ে আসছেন বোন পরিনিতি বাগদান অনুষ্ঠানে অংশ নিতে তবে | এ ব্যাপারে পরিণতি ও রাঘব একেবারেই মুখে কুলুপ এঁটেছেন |
প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে থেকে পরিনিতি চোপড়া ও আপ সংসদ রাঘব চান্ডার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল । তাই এই আয়োজন দেখে অনুরাগীদের মনে আসছে না না প্রশ্ন |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির