
বলিউডে একের পর এক বিয়ে করতে চলেছেন তারকারা | তবে এবার কিয়ারা ও সিদ্ধার্থর পর শোনা চলতি বছরে বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু | দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গে নাকি বিয়ে করছেন তাপসী |
প্রসঙ্গতা বলিউডের বিয়ে মানে জমজমাট ডস্টিনেশন ওয়েটিং | আর এবার এই তারকার ওয়েটিং এর অপেক্ষায় রয়েছেন নেটিজেনরা | তবে তাপসী জানিয়েছেন, বিয়ে হবে একেবারে ছিমছম কোন বাড়াবাড়ি থাকবে না | তিনি জানিয়েছেন, “দীর্ঘ ৯ বছর ধরে সম্পর্কে আছি | বিয়ের ব্যাপারে কারো সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই | বিয়ে হলে তা হবে আরম্বরহীন” |
More Stories
টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ সিজন ১৯
একের পর এক ঝোড়ো ব্যাটিং করছেন ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির