স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহ ভাঙ্গার কথা গত বছরই জানিয়ে দিয়েছিলেন পরীমনি | কিন্তু এতদিন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলাদেশী নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজের |
তবে জানা গিয়েছে এবার পরীমনিকে কটাক্ষ করে শরিফুল রাজ জানিয়েছেন, “আমাদের বেডরুম এখন সবার সামনে চলে এসেছে | হাটে বাজারের সবাই আমাদের নিয়ে চর্চা করছে | তবে আমি আপাতত চুপ থাকতেই চাই । পরী এখন যা বলছে তা বলুক | যা করছে তা করুক | আমি এখন ওকে আটকাবো না” | তবে এর থেকে বোঝা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ নিয়ে স্পষ্ট না বললেও কিছুটা ইঙ্গিত দিলেন শরিফুল রাজ |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী