September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

নন্দনের জায়গা পেল না “প্রজাপতি”

বাবা এবং অবিবাহিত ছেলের ভালোবাসা, অভিমান, খুনসুটি নিয়ে তৈরি নির্মল গল্প “প্রজাপতি” | তবে অন্যান্য হলে সেই ছবি জায়গা পেলেও, নন্দনে শো পায়নি দেব মিঠুন চক্রবর্তী অভিনীত “প্রজাপতি” | আর তা নিয়ে এবার মন্তব্য করলেন দিলীপ ঘোষ । তবে বিজেপি শীর্ষ নেতাদের বক্তব্য, যেহেতু মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে তাই নন্দনে তার ছবি ব্রাত্য হয়েছে |

তবে এ বিষয়ে নিজের অফিসিয়াল টুইটার প্রোফাইল থেকে তৃণমূল সাংসদদের লিখেছেন, “এবার তোমায় মিস করবো নন্দন । ঠিক আছে কোন ব্যাপার না | আবার দেখা হবে | গল্প এখানেই শেষ” | দেবের এমন লেখাতে অভিমানের আভাস মিলেছে , এমনটাই মনে করছেন অনেকেই |