July 8, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

বলিউডে পা রাখার ঘোষণা করেন আরিয়ান

গত সপ্তাহেই বলিউডে পা রাখার ঘোষণা করেন আরিয়ান | একটি সিরিজের চিত্রনাট্য লিখেছেন ২৫ বছর বয়সী আরিয়ান | জানা যাচ্ছে ভারতের নয়া প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন আরিয়ান খান | তবে তিনি একা নন পার্টনারদের সঙ্গে শুরু করছেন এই ব্যবসা |

প্রসঙ্গত একটি ওয়েব সিরিজে চিত্রনাট্য লিখছেন আরিয়ান | খুব শীঘ্রই শুরু করবেন শুটিং | রেড চিলিজের ব্যানারেই তৈরি হবে এই সিরিজ | তবে অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ করতে চান শাহরুখ | সেরকম আরিয়ান পরিচালনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হতে চান |

অন্যদিকে, গত বছর মাদক সেবারের অপরাধী থেকে আটক করা হয় আরিয়ান খানকে | জিজ্ঞাসা করা হয় | অবশ্য একমাস জেল কাটাতে হয় আরিয়ানকে |