TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন প্রত্যেকেই কলকাতা এসেছেন ছবি প্রচার হোক বা কোনো শো করতে | তবে এবার 2023 এর জানুয়ারি মাসে কলকাতায় আসন সালমান খান | তিনি একাই নন তার সঙ্গে আসছেন বলিউডের এক ঝাঁক তারকা |
সম্প্রতি সালমানের ভাই সোহেল খান ও তার ব্যক্তিগত নিরাপত্তার রক্ষী সেরা এসেছিলেন কলকাতায় | শোনা যাচ্ছে ১৯শে জানুয়ারি কলকাতায় পা রাখবেন তিনি | এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়