
দেখতে দেখতে ৬০টি বসন্ত পার করে ফেললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | আজ বুম্বা দার জন্মদিন | গতকাল রাতেই সেক্টর ফাইবের একটি রেস্তোরাকাম বারে জমিয়ে হয় সেলিব্রেশন | সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু তারকা | নুসরাত -যশ দাশগুপ্ত, মিথিলা, গৌরব, ঋদ্ধিমা ছাড়াও সায়ন্তনিক গুহ ঠাকুরতা কেও দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে |
বুম্বাদার জন্মদিন সেলিব্রেশন নিয়ে টলি পড়া শুরু হয়েছে জোর চর্চা | বহুদিন পর একসাথে জমিয়ে পার্টি করতে দেখা গেল বুম্বাদা কে | প্রসেনজিতের জন্মদিনের পার্টিতে নুসরাত ও যশের সঙ্গে পার্টি করতে দেখে শুরু হয়েছে চর্চা |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’