চলে গেলেন জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব | মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি | গত কয়েকদিন থেকেই হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী | শেষ কয়েকদিন তিনি ভেন্টিলেশনও ছিলেন | তবে শেষ রক্ষা হলো না | নয়া দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজু শ্রীবাস্তব |
পয়লা সেপ্টেম্বর থেকে মেন্টিলেশনে ছিলেন রাজু | ভেন্ডিলেশন থেকে বের করার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে ফের ভেন্টিলেশন নিয়ে যাওয়া হয় | তার অকাল প্রয়াণে শোকাহত বলিউড ইন্ডাস্ট্রি | বেশ কয়েকটি হিন্দি ছবিতে কমিক রোলের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়