গত বছর ৯ই ডিসেম্বর অভিনেতা ভিকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড স্টার ক্যাটরিনা কাইফ | সম্প্রীতি নেট দুনিয়ায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ক্যাটরিনার | সেখানে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে ঢিলেঢালা পোশাকে | আর সেই ছবি ভাইরাল হওয়ায় নেটিজেন দের মধ্যে তৈরি হয়েছে জল্পনা | ঢিলেঢালা পোশাকের আড়ালে কি বেবি পাম্প ঢাকার চেষ্টা করছেন ক্যাটরিনা ?
তবে মা হওয়ার কথা এখনো জানাননি ভিকি কৌশল পত্নী ক্যাটরিনা | প্রসঙ্গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার কথা প্রকাশ করেছেন করণ পত্নী বিপাশা বাসু | পাশাপাশি রণবীর আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন সদস্য ।

                                        
                                        
                                        
                                        
More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়