মা হতে চলেছেন বলিউড স্টার বিপাশা বসু | ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে বিপাশা লিখেছেন, “জীবনে একটা নতুন সময় আসতে চলেছে । নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে” |
প্রসঙ্গত মঙ্গলবার সকালে কারণকে সঙ্গে নিয়ে বিপাশা নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন | এরপরই ছবি ভাইরাল হয় নেট দুনিয়ার | তা থেকেই বোঝা যায় খুব শীঘ্রই পরিবারে নতুন সদস্য আসতে চলেছে | বিপাশা তার পোস্টে আরো লিখেছেন,” আমরা দুজনে জীবনটা শুরু করেছিলাম আলাদা আলাদা ভাবে | কিন্তু তারপর একদিন আমাদের দুজনের দেখা হয় । সেদিন থেকে দুজনেই পথ চলছিলাম | এর মাঝে খুব শীঘ্রই আমরা তিন হতে চলেছি” |
More Stories
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’
সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেব