![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/02/118538-lvagmntbgt-1556505602-1-1024x538.jpg)
হাইকোর্টের রক্ষাকবচ ওঠার পরে ফের গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে ডেকে পাঠানো হলো অনুব্রত মন্ডল কে | যদিও তিনি নিজে সিবিআই দপ্তর এর যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয় | এই নিয়ে ষষ্ঠ বার সমন করা হলো তাকে | তবে বর্তমানে অনুব্রত কাছে আদালতের রক্ষাকবচ নেই | ফলে ষষ্ঠবার সিবিআই এর সামনের সম্ভবত তাকে হাজির দিতেই হবে | এর আগে গত 15 ই মার্চ হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী