কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া ব্যাক করেছেন কিং খান | “পাঠান” ছবির টিজারে চমক দিয়েছেন তিনি | আর তারপর শাহরুখের টুইটে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় | মনে করা হয় শাহরুখ আনতে চলেছে নিজস্ব ওটিপি অ্যাপ এসআরেক | তবে এসব নিয়ে নানা মহলে আলোচনা চললেও শেষমেষ শাহরুখ খান সত্যিটা সামনে নিয়ে আসেন |এসআরকে আসলে বিজ্ঞাপন প্রচার |
তবে ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের ছবির একটি লুক | যা দেখে অনুরাগীরা রীতিমতো হতবাক হয়ে যায় | 57 বছরের শাহরুখকে থেকে দেখা যায় একেবারে অন্য লুক | ছবিতে দেখা গিয়েছে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে শাহরুখ | স্পেনে শুটিংয়ের সময় তোলা হয়েছে এই ছবি |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী