
প্রতারণার অভিযোগে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা | জানা গিয়েছে দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সোনাক্ষী সিনহার | সেই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য 37 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি | কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি তিনি | এরপর সেই অনুষ্ঠানের আয়োজকরা অর্থ ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন ম্যানেজার | আর তার জেরেই তৈরি হয় যাবতীয় জটিলতা |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’