![](https://tvbangla.co.in/wp-content/uploads/2022/02/Salman-1825206180-1586332426-1024x1377.jpg)
TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান | সেই ভিডিওতে দেখা যাচ্ছে ডাবল রোলে সালমান খানকে | সেখানে এক সালমান খান আর সালমান খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, সালমান খান উত্তর দিচ্ছেন “আমি বিবাহিত” | ভিডিও নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে | অনুরাগীদের জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন তিনি | তবে এই ভিডিও নেপথ্যে যে গল্প রয়েছে তা স্পষ্ট করলেন তিনি |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’