চোখের সামনে স্টেজ পারফরম্যান্স করতে দেখেছেন সালমান খানকে | আর তা দেখে কান্নাকাটি জুরে দিলেন এক মহিলা | “একবার ছুঁয়ে দেখতে চাই সালমান খানকে” এমনই কাতর আরজি মহিলার |
সালমানকে কাছ থেকে দেখার সাধ নিয়ে এক্সপোতে হাজির হয়েছিলেন দুবাইএর এক মহিলা | তিনি জানিয়েছেন, “সালমান বলতে তিনি একেবারে পাগল” | মন দিয়ে স্টেজের নাচ দেখে আবেগে ভেসে যান তিনি | এরপর দর্শক আসন থেকে উঠে অনুরাগী পৌঁছে গেলেন স্টেজের সামনে এবং একবার সালমান খানকে ছুঁয়ে দেখার জন্য শুরু করে দিলেন কান্নাকাটি | মহিলার কান্নাকাটি দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষীরা | পরে অবশ্য অনুষ্ঠানের সঞ্চালক কথা দিয়েছিলেন সালমানের সঙ্গে দেখা করিয়ে দেবেন ওই মহিলার |
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’