TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
চোখের সামনে স্টেজ পারফরম্যান্স করতে দেখেছেন সালমান খানকে | আর তা দেখে কান্নাকাটি জুরে দিলেন এক মহিলা | “একবার ছুঁয়ে দেখতে চাই সালমান খানকে” এমনই কাতর আরজি মহিলার |
সালমানকে কাছ থেকে দেখার সাধ নিয়ে এক্সপোতে হাজির হয়েছিলেন দুবাইএর এক মহিলা | তিনি জানিয়েছেন, “সালমান বলতে তিনি একেবারে পাগল” | মন দিয়ে স্টেজের নাচ দেখে আবেগে ভেসে যান তিনি | এরপর দর্শক আসন থেকে উঠে অনুরাগী পৌঁছে গেলেন স্টেজের সামনে এবং একবার সালমান খানকে ছুঁয়ে দেখার জন্য শুরু করে দিলেন কান্নাকাটি | মহিলার কান্নাকাটি দেখে রীতিমত হতভম্ব হয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষীরা | পরে অবশ্য অনুষ্ঠানের সঞ্চালক কথা দিয়েছিলেন সালমানের সঙ্গে দেখা করিয়ে দেবেন ওই মহিলার |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী