
বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করছে উত্তরের হওয়া | তার জেরে তাপমাত্রার পারদ নামল কিছুটা | আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11. 8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 3° কম | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস | আজকের তাপমাত্রা জানুয়ারি মাসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 48 ঘন্টা স্বাভাবিকের নিচেই থাকবে পারদ | আগামী মঙ্গল ও বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা |
More Stories
এবার একুশে জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা