September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সারা বিশ্বজুড়ে করোনার প্রভাব, বিশেষ চিকিত্‍সার জন্য নানাবিধ পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দফতরের

বিশ্ব মহামারী করোনা নিয়ে এবার আরও সতর্ক রাজ্য। সারা বিশ্বজুড়ে যে ভাবে করোনার প্রভাব পড়ছে ,আর তাতে যেভাবে দিনের পর দিন দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করোনা নিয়ে আরো সতর্ক রাজ্য। জানা গিয়েছে, আপত্‍কালীন পরিস্থিতিতে চিকিত্‍সার পরিকাঠামো তৈরি রাখার জন্য স্বাস্থ্য ভবনে এক জরুরি বৈঠক হয়। যাতে জরুরি ভিত্তিতে বিশেষ চিকিত্‍সার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহন করা সম্ভব হয়। এই পরিস্থিতিতে আরও বেশি করে সতর্ক পশ্চিমবঙ্গ।

বৃহস্পতিবারের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেই পরিকাঠামোর বিষয়টি। সেখানে বলা হয়েছে ,আইসোলেশন ওয়ার্ড হবে পারফেক্ট, রেফ্রিজারেটর থেকে ভেন্টিলেটর থাকবে সব কিছু। সাধারণ চিকিত্‍সা থেকে বিশেষ চিকিত্‍সা মিলবে। শুধুমাত্র করোনা প্রশিক্ষণপ্রাপ্তদেরই আইসোলেশন ওয়ার্ডে ডিউটিতে রাখা হবে। নার্সিং স্টাফরা কীভাবে বিশেষ পোশাক পড়বেন, কতটা দূরত্ব থেকে রোগীর চিকিত্‍সা করবেন, তার স্পষ্ট ধারণা থাকতে হবে। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায়, সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর চাপ বাড়ছে।

এই পরিস্থিতিতে টেস্ট ল্যাবরেটরিগুলির আরও বেশি করে বিকেন্দ্রীকরণ করতে চাইছে স্বাস্থ্য দফতর। বেলেঘাটা আইডি, এসএসকেএমের পর আরজি করেও করোনা পরীক্ষার জন্য বিশেষ ল্যাব খোলার চেষ্টা চলছে। তবে এক কথায় আপৎকালিন পরিস্থিতিতে চিকিত্‍সা পরিকাঠামো তৈরি রাখা এখন স্বাস্থ্য দফতরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।