November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

লকডাউনে বন্ধ উপার্জন, মানসিক অবসাদে আত্মহত্যা যুবকের

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে চরম হতাশায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। সূত্রের খবর, দেবরাজ মোদক নামে ওই যুবক কাটোয়া শহরের মার্কেটিং পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন লকডাউন এর ফলে বন্ধ হয়ে যায় তার ব্যবসা। জানা গিয়েছে, তার বাবা-মা এবং ভাই ছাড়া তার সংসারে আর কেউ নেই। কিন্তু দীর্ঘদিন ধরে লকডাউন এর ফলে তার ব্যবসা বাণিজ্য বন্ধের ফলে এই তার সংসার চালানো প্রায়ই ও শক্ত হয়ে উঠছিল। ফলে লকডাউনের ফলে দীর্ঘদিন ধরেই দোকান বন্ধ থাকায় সংসার চালাতে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। পাশাপাশি আরও জানা গিয়েছে, ওই ব্যক্তি বাধ্য হয়ে ব্যবসার পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন কিন্তু তারপর সেই পুঁজিও শেষ হলে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চিন্তা করছিলেন তিনি। এই চিন্তা ভাবনায় মানসিক অবসাদে ভুগছিলেন দেবরাজ। পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো রবিবারে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে যান। সোমবার সকালে অনেক বেলা হয়ে গেল ঘুম থেকে ওঠেনি দেবরাজ। ফলে তাতেই তার বাড়ির লোকজনের সন্দেহ হয় এরপর ডাকাডাকি করতে শুরু করেন বাড়ির লোকজনেরা, তবে তাতেও সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে তারা ঘরের দরজা ভাঙে। এরপর তারা দেখতে পায় দেবরাজ ঝুলন্ত অবস্থায়। এরপর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। এরপর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।