April 27, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঢুকতে না দেওয়ায় হাইকোর্টে মামলা গায়ে

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে খোদ অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে ঢুকতে না দেওয়ায় মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই বিষয়ে গিরিশ পার্ক থানার ওসিকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। যাতে এখনই অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্টার বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন। সেই বিষয়ে ওসিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিন সওয়াল করেছিলেন। তিনি বলেন, “এখনও বিক্ষোভ দেখানো হচ্ছে।” বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, “কারা বিক্ষোভ দেখাচ্ছে?” রাজ্যের তরফে আইনজীবী বসু মল্লিক বলেন, “এরা সবাই স্টাফ। গতকালও পুলিশ ওখানে ছিল। আজও ছিল। ভিসি আসেননি ওখানে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে।” বিশ্বরূপ ভট্টাচার্যের পালটা দাবি, “যদি ভিসিকে বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে রাখা হয়েছে। বিক্ষোভ চলছে। তিনি কী করে যাবেন?”