September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মন্দিরের কাছ থেকে উদ্ধার এক মহিলার দেহ

গত 9 মার্চ অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা রাজ্য সড়কে একটি শনি মন্দিরের কাছে পরিত্যক্ত জায়গায় এক টলি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রাপ্ত ভ্রমণ কারীরা। তড়ি ঘড়ি স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় এগরা থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ আধিকারিকরা। অবশেষে ঘটনা স্থলে ওই টলি ব্যাগ খুলে দেখা যায় 18 বছরের এক মহিলার দেহ। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপর জেলা পুলিশরা তদন্তে নেমে সোমবার গ্রেফতার করে 4 জনকে। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন কলকাতা দমদমের বাসিন্দা। তাঁর নাম সৌরভ দে। সূত্রের খবর, ওই ব্যক্তি পেশায় টোটো চালক, তারই সাথে ওনার স্ত্রী মৌমিতা কেউ গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অন্য দিকে মৌমিতার পিতা অর্থাৎ নারায়ণ চন্দ্র দে যার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এলাকায় তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। তিনি যাত্রা থিয়েটারে কাজ করেন বলে জানা গিয়েছে। অন্যদিকে নারায়ন চন্দ্র দের বন্ধু রমাকান্ত জানা তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের হলদিয়া জেলা আদালতে তোলা হবে বলে খবর। কি কারণেই এই খুন তার মূল বিষয়বস্তু এখনো পরিষ্কার নয়, খোঁজ চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।