July 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ভিকিকে পিছু করে শুটিং ফ্লোরে পৌঁছে গেলেন তার অনুরাগী

প্রিয় নায়ক বা নায়িকাকে ভালোবাসা পাঠানোর জন্য অনুরাগীরা অনেক কিছু করে থাকেন | তবে এবার প্রিয় নায়ক কে সামনে থেকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এক অনুরাগী |

ভিকি কৌশলের এই অনুরাগী নাম রিমঝিম | প্রিয় নায়ক ভিকি কে সামনে থেকে দেখার জন্য এক কৌশল নিলেন তিনি | যা শুনে হতবাক ভিকিও | সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে | যেখানে দেখা গিয়েছে মেকআপ- ভ্যান এর বাইরে বেরিয়ে এসে এক মহিলা অনুরাগী কে জড়িয়ে ধরেছেন ভিকি |

জানা গেছে ওই মহিলার নাম রিমঝিম | শুধুমাত্র ভিকির সঙ্গে দেখা করার জন্যই নাকি সে, সেই বিমানে উঠেছিলেন | এরপর ভিকিকে পিছু করে রীতিমতো শুটিং ফ্লোরে চলে আসেন সেই অনুরাগী | তারপর সুযোগ পেয়ে ভিকির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরেন |