October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মালদায় স্বেচ্ছায় রক্তদান শিবির


নিজস্ব সংবাদদাতা,মালদাঃ করোনা আবহে জর্জরিত সারাবিশ্ব। তার মধ্যেই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা ভেবে মালদার রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত শিবিরটি ৩০ জন রক্তদাতা নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন অনুষ্ঠিত হয় এই শিবির। রক্তদাতাদের উৎসাহ দিতে স্বয়ং রক্তদান করেন জেলাশাসক রাজশ্রী মিত্র মহাশয়। এছাড়াও রক্তদান করেন বিবেকানন্দ স্কুলের শিক্ষক গৌতম দাস, সমাজকর্মী এবং সাংবাদিক মানস রায় প্রমুখ।

এই শিবির ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ এবং বিবেক বাহিনীর যৌথ সহযোগিতাও লক্ষ করা যায়। এই রক্তদান শিবিরের পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায়ের মাল্যদান এর মাধ্যমে পালন করা হয় রবীন্দ্রজয়ন্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী অনিল কুমার সাহা, স্কাউটসের সম্পাদক নিরঞ্জন প্রামানিক সহ মালদার বেশ কিছু সংস্থার সদস্যরাও।