
প্রয়াত বাম নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় | আজ সকালে ফেসবুকে পোস্ট করে এ কথা জানিয়েছেন তার মেয়ে | মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর | জানা গিয়েছে, উনার দেহ এবং চোখ দান করা রয়েছে | উনার দেহ মঙ্গলবার পিস হেভেনে রাখা হবে | এরপর দেহ দান করা হবে বলে জানা গিয়েছে |
কিছুদিন আগের একটি পোস্ট থেকে জানা গিয়েছিল, স্ট্রোক হওয়ার পর মল্লিক বাজারের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানব মুখোপাধ্যায় | সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি | তারপর ছুটি হয়ে বাড়ি যান | কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয় | কিন্তু তারপরেই হঠাৎ তার মৃত্যুর খবর আসে এদিন |
More Stories
ফের মেট্রো বিভ্রাট
কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
মোবাইল চোর সন্দেহে যুবককে ধরে বেধড়ক গণপিটুনির অভিযোগ