October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রদীপ জ্বালিয়ে দেশবাসীকে করোনা যুদ্ধে শামিল হতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতির মধ্যে দেশবাসীর মনোবলকে বৃদ্ধি করতে নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুক্রবার সকাল নটায় লাইভ ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে জানান, আগামী 5 এপ্রিল রবিবার রাত 9 টায়, 9 মিনিট বাড়ির সমস্ত লাইট বন্ধ রেখে প্রত্যেকেই বাড়ির বারান্দায় যেন একটি করে মোমবাতি বা প্রদীপ জ্বালান। একই সাথে দেশবাসীকে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি৷ তবে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এরপরই বলেন আলো জ্বালানোর আয়োজন এর মধ্যে কোন দেশবাসী যেন একত্রিত জোট না হয়,সোশ্যাল ডিস্ট্যান্স কোনভাবে ভাঙা চলবে না৷
দীর্ঘদিন ধরে লকডাউন থাকায় গৃহবন্দি সকল দেশবাসী৷ সাথে প্রতিনিয়ত করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবরে মনবল হারিয়ে ফেলছেন দেশবাসী।কিন্তু এই লকডাউন দেশবাসীর সুস্থতার জন্যই৷ করোনার মত এই মারণ ভাইরাসকে মোকাবিলা করার জন্যই এই লকডাউন৷তাই তিনি প্রদীপ জ্বালানোর বার্তা দেন তাতে দেশবাসীর মনোবল বাড়বে বলে পরামর্শ দেন তিনি৷
এই রকম পরিস্থিতিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নমধ্যবিত্ত ও দিনমজুর মানুষেরা৷ কিন্তু এই লকডাউনের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্ডের সংখ্যা দুই হাজার পেরিয়ে গেছে৷ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 56 জন ব্যক্তির।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল দেশবাসীকে তাদের মনের অন্ধকার দূর করে এই মারণ ভাইরাসের মোকাবিলায় লড়াই করার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷