September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পোকা লাগা ওজনে কম খাদ্যসামগ্রী দেবার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীর

শিশুদের বরাদ্দ খাদ্য সামগ্রী ওজনে কম পয়ে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস সেন্টারে।
হবিবপুর ব্লকের ছাতিয়ানগাছি এলাকার বারুইপাড়া এলাকায় একটি আইসিডিএস সেন্টারে বাচ্চাদের জন্য চাল, ডাল, আলু বরাদ্দ হয় সেই বরাদ্দ জিনিসগুলো বুধবার থেকে বিতরণ শুরু হয় অভিভাবকদের হাতে দেওয়া। এদিন সকালে এই আইসিডিএস সেন্টারে অভিভাবকরা খাদ্য সামগ্রী নিতে গেলে দেখা যায় যে দু কিলো চালের জায়গায় ১ কেজি ৬০০ গ্রাম চাল, ২ কেজি আলুর জায়গায় ১ কেজি ৮০০ গ্রাম ছোট ছোট আলু এবং ২৫০ গ্রাম ডালের জায়গাতে ২০০ গ্রাম করে ডাল দেওয়া হচ্ছে, এই জিনিস দেখে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন এবং আইসিডিএস সেন্টারের জিনিস নেওয়া বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিভাবিকা দের দাবি যে সরকার তাঁদের জন্য ভালো জিনিস বরাদ্দ করছে ঠিকই কিন্তু এই আইসিডিএস কর্মীরা ইচ্ছা করেই ওজনে কম এবং খারাপ জিনিস দিচ্ছে তাই তাঁরা কোন মতেই এই চাল ডাল নেবেন না, কারণ ডালে পোকা ধরা চালে পোকা ধরা এবং ওজনে কম। পোকা ধরা চাল এবং পচা আলু খেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে ।এই নিয়ে আইসিডিএস সেন্টারে উত্তেজনা ছড়ায় এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পঞ্চায়েতর সদস্য অমৃত হালদার পৌছে অবার নতুন করে ওজন করে চাল,ডাল, আলু ও অন্যান্য খাদ্য সামগ্রি দেওয়া কাজ শুরু করেন।