নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার ৫-০ তে জয় ভারতের। ভারতীয় হিসাবে দ্বিপাক্ষিক টি-টয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানের পাশে লেখা হয়ে গেল কেএল রাহুলের নাম। পাঁচ ম্যাচে তার ঝুলিতে ২৪৪ রান। রাহুল টোপকে গেলেন ভিরাট কোহলি ও রহিত শর্মাকে। পাঁচটি ম্যাচে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াস করে সিরিজ জিতল ভারত। ৫ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই আবার ওয়ানডে সিরিজে নেমবে ভারত। এদিন ম্যাচ চলাকালীন ১৭ ওভারে ব্যাটিং করার সময় কাফ মাসলে চোট পান রোহিত শর্মা। আর তারই জেরে একেবার সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি৷ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫০-এর বেশি রানের ইনিংস খেলার বিরল নজির গড়লেন রহিত শর্মা। বোলারদের দাপটে ওভালে শেষ ম্যাচে ভারতের জয় সাত রানে।