গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের গ্রাসে এস্ত বিশ্ববাসী। বিশ্বের অন্যান্য দেশের মতোই করোনা ভাইরাস ক্রমশ জোরালো হয়েছে ভারতেও। আর এই করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে সদা যুদ্ধ করে চলেছেন দেশের চিকিৎসকরা। জরুরি পরিষেবায় দিনরাত এক করে লড়াই করে চলেছেন তারা।
রবিবার দেশের এই সকল যোদ্ধাদের ধন্যবাদ জানাতে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ফ্লাইপাস্ট করে সুখোই ৩০ বিমানের মাধ্যমে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করা হয়। জানা গিয়েছে চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছেন সশস্ত্র বাহিনী তাদের সম্মান জানাতে চায়।
এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭,৭৭৬ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১২২৩ জনের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,০১৮ জন।