
কানাডার মসনদে বদল হতেই ইতিবাচক সাড়া ভারতের। নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির কূটনীতি সফল। তাঁর ফোনেই মন গলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আগামী সপ্তাহে জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন তিনি। সেখানে সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।
আগামী সপ্তাহে ১৫ থেকে ১৭ জুন কানাডার কানানাস্কিতে জি-৭ সম্মেলন। তাতে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে গত সপ্তাহে ফোন করেছিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সম্প্রতি ভারত-কানাডার মধ্যে যে টানাপোড়েন চলছে, সেই আবহে কার্নির এই ফোন বেশ তাৎপর্যপূর্ণ। খলিস্তান ইস্যুতে সম্প্রতি দু’দেশের মধ্যে বন্ধুত্বে খানিকটা ফাটল ধরে। সেই আবহেই মোদি জি-৭ সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রণধীর জয়সওয়াল জানান, ”কানাডার প্রধানমন্ত্রী গত সপ্তাহে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে বৈঠকের সম্ভাবনা রয়েছে।”
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স