October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনার প্রতিষেধক হিসাবে গো-মূএ খাওয়ানোয়, অভিযোগ দায়ের করা হয় থানায়

ভারতে ক্রমেই ছড়িয়ে পড়েছে মারন ভাইরাসের সংক্রামন। আর সেই করোনা রুখতে ভরসা এখন গো-মূএ, এমনটাই মনে করছেন অনেকেই। হুগলির একাধিক জায়গায় করোনার প্রতিষেধক হিসাবে বিক্রি হচ্ছে গো-মূএ। আর সেই গো-মূএ কিনে তা পান করছেন অনেকেই। একই ভাবে সোমবার কলকাতা গিরীশ পার্কেও গো-মূএ খাওয়ানো হয় এক সাথে অনেক মানুষকে। এরপরই এই ঘটনার জন্য এফআইআর দায়ের করা হয় থানায়। অভিযোগ ওঠে, থানার এক কর্মীকে গো-মূএ খাওয়ানো হয়েছে বলে। তবে এই অভিযোগ করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অপর।