
ম্যাগমা হাউসের ছাদ রেস্তরাঁর পর এলগিন রোডের তিন রুফটপ বার-রেস্তরাঁ ভাঙায় আপাতত ‘না’ হাই কোর্টের। আগামী দু’সপ্তাহ এই তিন রেস্তরাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না কলকাতা পুরসভা। মঙ্গলবার পুরসভার নোটিস উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্থ।
কলকাতার ৮৩টি ছাদ রেস্তরাঁ-বার-ক্যাফেকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। তাদের মধ্যে কিছু রেস্তরাঁকে নোটিসও দিয়েছে। বলা হয়েছে, রুফটপ রেস্তরাঁগুলি বন্ধ করতে হবে অন্যথায় তা ভেঙে ফেলা হবে। এই নোটিসের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কয়েকটি বার কাম রেস্তরাঁর মালিক। সেই আবেদনেই সাড়া দিল হাই কোর্ট। বিচারপতি কান্থের প্রশ্ন, “ড্রাঙ্কেন টেডি, রোমানিয়া, স্ক্র্যাপ ইয়ার্ড-এই তিন রেস্তরাঁর বৈধ ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্স রয়েছে। তারপরেও কেন নোটিস ধরিয়ে তাদের বেআইনি বলা হল!” উত্তর দিতে কলকাতা পুরসভাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। উত্তর পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবে হাই কোর্ট।
More Stories
কলকাতা মেট্রোর ব্লু লাইন-এপরিবর্তন আসছে
চলতি মাসে পরপর তিনদিন ভোরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
নিম্নচাপ কাটতেই দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা