January 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

একই ব্যক্তিকে একই সাথে পর পর ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য জলপাইগুড়িতে

একই ব্যক্তিকে একই সাথে পর পর ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়ার অভিযোগ। চাঞ্চল্য জলপাইগুড়িতে।
জলপাইগুড়ি জেলার নাগারাকাটা ব্লকের আংড়াভাষা -১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ধন্ধাশিমলা এলাকার বাসিন্দা পরিতোষ রায়, পেশায় মিস্ত্রি কাজ করে বলে জানা গেছে।
মোবাইলে কথা বলার ফাকেই ঘটনাটি ঘটিয়েছে স্বাস্থ্য কর্মীরা বলেই অভিযোগ উঠেছে।

ভ্যাকসিয়েশন সেন্টার খয়েরকাটা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিনের পরপর তিনটি ডোজ নেওয়ার পর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। পরে অবশ্য সেই ব্যক্তি ধুপমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ফিরে আসে। ইতিমধ্যেই তার শরীরের অসুস্থতার খবর পাওয়া গেছে। কিন্তু তিন তিনবার ভ্যাকসিন একই ব্যক্তিকে এনিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

সকালে ওই ব্যক্তির অবস্থার অবনতি ঘটলে তাকে ধুপমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে পরে মালবাজার হাসপাতালে রেফার করা হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।