October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে বৃষ্টি বাড়বে বুধবার থেকে।

আগামী দিনে বর্ষার ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু্ দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করেছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু – দিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
সকালের সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রী । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 44 থেকে 86 শতাংশ।

উত্তরবঙ্গে দার্জিলিং ,কালিম্পং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে।

বিহার উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সোমবার। বুধবার থেকে এর প্রভাবেই ওড়িশা বাংলায় বৃষ্টি বাড়বে।