কিছুক্ষণের জন্য কালিয়াগঞ্জ থানায় আতঙ্ক হয়ে যায়। সাপ ঘুরাফেরা করতে দেখা যায় থানার ক্যাম্পাসে । উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা ট্রাফিক ওসি দিনাসংগ সেরপা কোয়ার্টারের সামনে একটি বিশাল আকারে সাপ দেখা যায় ।আতঙ্ক লেগে যায় কালিয়াগঞ্জ থানা ক্যাম্পাসে। ট্রাফিক অফিসার থেকে শুরু করে অনান্য পুলিশকর্মী দের ।
Aপিপুল ফর এনিমেল এর সদস্য অগ্নি মোদক বলেন বিশাল আকারের রেট স্নেক উদ্ধার হয়েছিল। সাপ উদ্ধার করে আমরা ঘন জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। রেড স্নেক বলতে দাড়াস সাপ।

More Stories
নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গে
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা