Seismograph with paper in action and earthquake - 3D Rendering
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি চন্ডিগড় সহ আশেপাশে একাধিক শহর | গত ৮ মাস আগে ভূমিকম্প হয়েছিল দিল্লিতে | মাত্র কয়েক মাসে ব্যবধানে ফের ভূমিকম্প রাজধানীতে |
তবে জানা গিয়েছে, এবারের কম্পন এর মাত্রা ছিল 6.4 | ভূমিকম্পের উৎস স্থল নেপাল | তবে এবার বেশ জোরালো কেপে উঠেছিল নয়ডা, গুরগাঁও, হরিয়ানা জম্মু এমনকি কম্পনের টের পাওয়া গিয়েছিল কলকাতাতেও |
প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার রাতে কেঁপে ওঠে দিল্লি। কম্পন এর মাত্রা এতটাই ছিল যে দিল্লি লাগুয়া গাজিয়াবাদ, নয়ডা, চন্ডিগড়ে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা নেমে পড়েন রাস্তায় । তবে বাদ যায়নি কলকাতা সহ অন্যান্য প্রান্ত ।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি