July 21, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রয়োজন হলে দিল্লি যাবো, জানালেন অভিষেক

আজ প্রতিবাদ মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “দিল্লি থেকে উত্তরবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন রাজ্যপাল | তারপর হয়তো আমাদের প্রতিদিন সঙ্গে দেখা করবেন | অবাক লাগল যে তার সারা দিনের একটাই কর্মসূচি ছিল | সেটি হল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন” ।

এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি, ধারণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লির কৃষিভবনে আমরা যখন গিয়েছিলাম তখন একজন আমরা মুখ ফসকে বলে ফেলেছিল রাজ্যের বিজেপি নেতারা টাকা ছাড়তে নিষেধ করেছে | অভিষেক আরও বলেন, “রাজ্যপাল বলেছেন পাহাড়ে এসে তাঁর সঙ্গে দেখা করতে। সেটাই করেছি আমরা। শহরে যদি বিজেপি সভা করে সেখানে আমি যাব। হিসেব দেব। ১৭ লাখ লোককে বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা বিজেপি করেনি। ওই ১৭ লাখ লোকের মধ্যে বিজেপির সেনামুখির বিধায়কও পরিবারের একজনের নাম ছিল” ।