ছুটি মিলতেই একাই আমেরিকা পাড়ি দিলেন তনুশ্রী | সেখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন একের পর এক ছবি | সম্প্রতি মায়ামি সাউথ বিচে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী । সেখানে দেখা যাচ্ছে পরনে সাদা ক্রোশে ব্রালেট সঙ্গে ক্রোশে শর্টস । সঙ্গে কালারফুল সারং, সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন তনুশ্রী চক্রবর্তী ।
তবে ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করার পর বেশ কিছু সময় কটাক্ষের মুখে পড়তে হয়েছে তনুশ্রীকে | যদিও সেই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ তনুশ্রী | জানা গিয়েছে, ১৫ দিনের জন্য সোলো ট্রিপ এ আমেরিকা গিয়েছেন তনুশ্রী | কিছুদিন আগে ডিজনিল্যান্ড ও নাসা থেকেও ছবি পোস্ট করেছিলেন তিনি |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী