
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বন্দে ভারতকে নিশানা করা হয় | ফারাক্কার কাছাকাছি পাথরের আঘাতে c13 কামরার জানলার কাঁচ ভেঙে যায় |
প্রসঙ্গত, রাত 10:30 টা নাগাদ ট্রেনটি হাওড়ায় পৌঁছালে ক্ষোভ প্রকাশ করেন আতঙ্কিত যাত্রীরা । এরপর ফারাক্কার পর তালডাঙ্গা নামে একটি জায়গায় ট্রেনে পাথর ছুলে যে ধরনের আওয়াজ হয় সেই রকম আওয়াজ শুনতে পান যাত্রীরা | তারপরই দেখেন যে জানলার কাঁচ ভাঙ্গা | তবে রেলে তরফ থেকে এ কথা স্বীকার করা হয়নি |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন