
Kolkata, Aug 29 (ANI): TMC General Secretary Abhishek Banerjee addresses during Trinamool Congress Chhatra Parishad foundation day celebrations, in Kolkata on Monday. (ANI Photo)
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় যাচ্ছে বিজেপি | বিজেপি শিবিরের অন্দরে কান পাতলেই শোনা যায় অন্য খবর | জানা যাচ্ছে যোগুবাবু বাজার এলাকায় মিছিল করবে বঙ্গ বিজেপি | তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি ঘেরা হতে পারে বলেও খবর | তবে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির তরফে |
প্রসঙ্গত, “রাজবংশী মেরি রাজবংশী প্রেম” স্লোগান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিল । এবং গত ডিসেম্বরে কোচবিহারের বিএসএফের গুলিতে প্রাণ গিয়েছে রাজবংশী যুবক প্রেম কুমার বর্মনের | দেহে ১৮০ টি গুলি মিলেছিল বলে খবর | তার এই নিশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরে ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে এ বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়