
সামনেই পঞ্চায়েত ভোট | নির্বাচনকে পাখির যোগ করে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল | করে চলছে প্রচার অন্যপক্ষকে আক্রমণ | এবার তৃণমূল সংসদ সৌগত রায় নিশানায় মিঠুন চক্রবর্তী ।
সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে মহাগুরুকে “বুড়ো” বলে কটাক্ষ করলেন সংসদ | তিনি জানান, বম্বেতে কাজ না পেয়ে বাংলায় আসছেন | আর এই মন্তব্য ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক | যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়