
এ বছর ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা | শেষ হবে 4 মার্চ | অর্থাৎ আর মাত্র হাতে গোনা কয়েকদিন |
কিন্তু এদিকে মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর মুর্শিদাবাদের সাগরদিঘীতে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন | ওই একই দিনে মাধ্যমিক পরীক্ষা | ফলে মাধ্যমিক পরীক্ষার দিন বদল হতে পারে এমনটাই জানা যাচ্ছে পর্ষদ সূত্রে |
মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল করা হতে পারে | গত বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এর জন্য উচ্চমাধ্যমিকের সময়সূচি বদল করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ | বদল করা হয়েছিল মোট তিনটি পরীক্ষার তারিখ |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন