“আমি অরুণ চ্যাটার্জী | আমি ইন্ডাস্ট্রি” | সেই বিখ্যাত ডায়লগ শোনা গিয়েছে ২০১১ সালে “অটোগ্রাফ” ছবিতে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ঠে |
আবারো অরুণ চট্টোপাধ্যায় হিসেবে দেখা গেল প্রসেনজিতকে | আর তিনি সেই মেজাজে বলে উঠলেন “আমি ইন্ডাস্ট্রি” । কিন্তু পরক্ষণে আবার হাতজোড় করে ক্ষমা চেয়ে নিলেন সুপারস্টার | আসলে বেশ কিছুদিন আগে এক মিনিটে প্রসেনজিৎ নাম দিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ | আর তাতে বেশ কিছু জনপ্রিয় ছবির সংলাপ শোনা গিয়েছে | সেখানেই উঠে এসেছে এই ডায়লগটি | তাই এই ডায়লগটি বলার পরেই তিনি হাতজোড় করে ক্ষমা চাইলেন।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী